Laalsobuj.com এ রেজিস্ট্রেশন করুন, অনলাইনে কেনাবেচা শুরু করুন।
# নকশিকাঁথা,
# বালিসের কুশন,
# ড্রেস,
# বাচ্চাদের ড্রেস,
# শুকনা খাবার যেমন চিড়া, মুড়ি, শুকনা পিঠা ইত্যাদি,
# হ্যান্ডপেইন্টিং,
# হাতের কাজ করা ড্রেস, শাড়ি, ব্লাউজ, চাদর, বালিশের কভার, পর্দা ইত্যাদি,
# গ্রোসারি/মুদি সামগ্রি,
# পুঁতির তৈরি জিনিস,
# ওয়ালমেট,
# ফুলদানি,
# বাচ্চাদের খেলনা,
# বিভিন্ন ধরনের শোপিস
# বাঁশের তৈরি জিনিস
# বেতের জিনিস
# শীতলপাটি
বিক্রি করতে পারবেন এই ওয়েবসাইটে। আপনারা যে যা তৈরি করতে পারেন এখানে উপস্থাপন করতে পারেন। বিভিন্ন মহলের ব্যাক্তিরা আপনাদের পণ্য পছন্দ করলে আপনাদের কাছ থেকে কিনে নিবেন। আপনাদের অনেকেরই অনেক প্রতিভা আছে কিন্তু আপনাদের বানানো জিনিস কোথায় বিক্রি করবেন জানেন না, তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মহিলা সংস্থা কতৃক এ উদ্যোগ নিয়েছেন। এতে বাংলার মহিলারা আর্থিক ভাবে লাভবান হবেন, সংসারে ভূমিকা রাখতে পারবেন।
রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোন সমস্যা সমাধানে তথ্য আপারা সার্বিকভাবে সহযোগিতা করবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস